ওরে ট্যাংরা তবু কাটোন যায়
মাগুর মাছে ক্যাতক্যাতায়,
ওরে ট্যাংরা তবু কাটোন যায়
মাগুর মাছে ক্যাতক্যাতায়,
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে।
হায়রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া ? (x2)
ভ্যাদা মাছে কাদা খায়,
পুঁটি মাছের পরান যায় ২
আবার বৃষ্টি হলে কই মাছটা
চলে ডাঙা দিয়ারে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
গুরু বলে মিথ্যা নয়,
চ্যাং ধরেছি গোটা ছয় (x2)
আমি ঝোল খাইবো
দুটো বেগুন দিয়ারে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া।
ট্যাংরা তবু কাটোন যায়,
মাগুর মাছে ক্যাতক্যাতায় (x2)
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?