এমন মানুষ পেলামনা রে লিরিক্স (Emon Manush Pelam Nare Lyrics) - Gostho gopal Das

এমন মানুষ পেলামনা রে,

এমন মানুষ পেলামনা রে,

যে আমায় ব্যথা দিলোনা

আমায় ব্যথা দিলোনা

নয়ন জলে বুক ভাসালাম,

নয়ন জলে বুক ভাসালাম,

কেউ মুছে দিলোনা, হায়রে মুছে দিলোনা।


ও.. মুখ দেখিয়া মনের ভাষা

কেউ তো বোঝে না রে,

মাগো তুমি আছো কোথায়

আর কি পাবো ফিরে (x2)

তোমার গর্ভে জনম নিয়া,

ও মা তোমার গর্ভে জনম নিয়া

তোমায় চিনলাম না

মাগো তোমায় চিনলাম না।


এমন মানুষ পেলামনা রে,

এমন মানুষ পেলামনা রে,

যে আমায় ব্যথা দিলোনা

আমায় ব্যথা দিলোনা।


ও.. গানের সুরে বনের পাখি

ওড়েনা আকাশে,

কি যেন কি বলে বাতাস

আমায় আভাসে (x2)

বনলতা বোঝে যাহা,

হায়রে বনলতা বোঝে যাহা

মানুষ বোঝেনা, হায়রে মানুষ বোঝেনা।


এমন মানুষ পেলামনা রে,

এমন মানুষ পেলামনা রে,

যে আমায় ব্যথা দিলোনা

হায়রে ব্যথা দিলোনা।

Previous
Next Post »