চাঁদের গায়ে চাঁদ লেগেছে লিরিক্স (Chander Gaye Chand Legeche Lyrics) - Gostho Gopal Das

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?

ঝিয়ের পেটে মায়ের জন্ম,

তাদের তোমরা বলবে কি?


ছয় মাসের এক কন্যা ছিল,

নয় মাসে তার গর্ভ হল,

আবার এগার মাসে তিনটি সন্তান,

এগার মাসে তিনটি সন্তান,

কোনটা কোরবে ফকিরি।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে।


ঘর আছে তার দুয়ার নাই,

লোক আছে তার বাক্য নাই গো,

হায় হায় লোক আছে তার বাক্য নাই গো।

আবার কে বা তাহার আহার যোগায়,

কে বা তাহার আহার যোগায়,

কে দেয় সন্ধ্যাবাতি।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে।


লালন ফকির ভেবে বলে,

ছেলে মোর মাকে চুলে গো,

হায় হায় ছেলে মোর মাকে চুলে গো।

আবার এই তিন কথার অর্থ নইলে,

এই তিন কথার অর্থ নইলে

তার হবেনা ফকিরি।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?

চাঁদের গায়ে চাঁদ লেগেছে।

Previous
Next Post »