Keu Jaane Naa(কেউ জানে না) Lyrics - Arijit Singh

This Song is Sung by Arijit Singh and This Lyrics is written by Prasen 

Song:- Keu Jaane Naa 

Singer:- Arijit Singh 

Lyrics:- Prasen Music:- 

Savvy Movie:- Raavan

পাগল হয়ে আছি তোরই কারণ  

সাথে করে এনেছি নে এই মন 

তোর হাসির ছল তোর চুলের দল 

আমাকে কেড়ে নেয়


তোর চোখের ঝিল জানি  

পেরোনো মুশকিল মানি  

তাও পারিনা যে এগিয়ে গিয়েছে  

আমারই দুটো পা


তোকে একার দেখার লুকিয়ে কি মজা  

সে তো আমি ছাড়া কেউ জানে না 

তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা 

সে তো আমি ছাড়া কেউ জানে না


সত্যি করে বল তোর কি মনে হয়  

মনের কোলাহল কেউ কারো নয় 

ব্যস্ত আছে খুব বুকের চলাচল  

মায়াবী লাগে সব রুপোলি এ সময়


তোর চোখের ঝিল জানি  

পেরোনো মুশকিল মানি  

তাও পারিনা যে এগিয়ে গিয়েছে  

আমারই দুটো পা


তোকে একার দেখার লুকিয়ে কি মজা  

সে তো আমি ছাড়া কেউ জানে না 

তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা 

সে তো আমি ছাড়া কেউ জানে না

Previous
Next Post »