আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে (২ বার)
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে
আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
নকশা কাটা, পানের বাটা
মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে
খোঁপার কাঁটা, চন্দন বাঁটা
সোহাগ রাতের প্রেসাদ সবার জন্যে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে
ঢাকাই শাঁখা, নৌকো আঁকা
গাঙের গাঙের ভাসে ঘুঘুর সই লে
পালকি চরে, নদীর চরে
ডাগর চোখের মিষ্টি নোঙর কই লে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
নতুন বিয়ের ফুল
নতুন ঝিঙে ফুল
বাঁধলো সখী চুল, বিবিয়ানা
নতুন বিয়ের ফুল
নতুন কানের দুল
বাঁধলো সখী চুল, বিবিয়ানা (২ বার)
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?