Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) | Arijit Singh

কিছু কিছু কথা

বসে আছে ভিজে

মিছি মিছি ব্যাথা

হয় নিজে নিজে


ঝরে যাওয়া পাতা

জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা

শোনে সে আড়ালে


আকাশ যখন গাইবে বলে

আকাশ যখন গাইবে বলে

বাদলেরই গান


বাতাস তখন বইতে গিয়েও

দেখায় অভিমান

অভিমান


আকাশ যখন ফিরতি পথে

মন খারাপের সুর

বাতাস তখন নিরব

চিঠি পাঠায় বহুদুর

বহুদুর


কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে

ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে

মরে যাওয়া জমি ভিজে গেলে জলে

চারাগাছ গুলো কত কি যে বলে


তোমার এমনি আসা, এমনি যাওয়া,

এমনি হাজার ছল, সাজিয়েছো যেনো

তোমার এমনি খেলা, খেয়াল খুশি

করছে কোলাহল, থামেনি এখনো


চুপি চুপি দেয়াল জুড়ে, আঁকছি কতো

মন কেমনের খাতা

চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে

মায়ার চাদর পাতা


কিছু কিছু কথা বসে আছে ভিজে

মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে

ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে


আকাশ যখন গাইবে বলে

বাদলেরই গান

বাতাস তখন বইতে গিয়েও

দেখায় অভিমান

অভিমান


আকাশ যখন ফিরতি পথে

মন খারাপের সুর

বাতাস তখন নিরব চিঠি

পাঠায় বহুদুর

বহুদুর

Previous
Next Post »