মনে যদি পচন ধরে লিরিক্স

মনে যদি পচন ধরে

গন্ধ কিরে পাওয়া যায়

চোক্ষে তারে যায়না দেখা

মলম দিবি কোন জায়গায়

মনে যদি পচন ধরে....


একটা চুলের চারশো ভাগের

চিকন কাচের তৈরী মন

ভাইংগা গেলে লাগায় জোরা

নাই কারিগর এমন জন

দেহ মাঝে কোন খানে মন

ঠিকানা তার কেবা পায়

মনে যদি পচন ধরে

গন্ধ কিরে পাওয়া যায়


মনে যদি পচন ধরে

গন্ধ কিরে পাওয়া যায়

চোক্ষে তারে যায়না দেখা

মলম দিবি কোন জায়গায়


তুলার সমান ওজন মনের

হাওয়ার মাঝে ভেসে রয়

কান্দে যে তার কেমন করে

পাহাড় সমান দুঃখ বয়

মন মরিলে আজরাইলে

প্রানের দুয়ার খটখটায়


মনে যদি পচন ধরে

গন্ধ কিরে পাওয়া যায়

চোক্ষে তারে যায় না দেখা

মলম দিবি কোন জায়গায়

মনে যদি পচন ধরে....

Previous
Next Post »