পাগল হয়ে আছি, তোরই কারণ
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলি এ সময়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
একলা ছিল মন ধূসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
জিৎ ও লহমা ভট্টাচার্য্য অভিনীত রাবণ বাংলা চলচ্চিত্রে কেউ জানে না গানটি প্লেব্যাক করেছেন অরিজিৎ সিং। গীতিকার প্রসেন এবং শুরুকর স্যাভি।