আমার মতো প্রাণ কাঁদিলে - লালনগীতি লিরিক্স

আমার মতো প্রাণ কাঁদিলে

বুঝবি গৌর প্রেমের কালে

দেখাইয়ে এই ভাবের শহর

কোথা গৌর লুকাইলে ॥


যেদিন আমি গৌর হেরেছি

আমাতে কী আমি আছি

কী যেন কী হয়ে গেছি

প্রাণ কাঁদে প্রাণ গৌর বলে ॥


থাক থাক তোরা জাত কূল লয়ে

আমি যাই চাঁদ গৌর বলে

আমার দুঃখ বুঝবিনা রে

এক মরণে না মরিলে ॥


চাঁদ-মুখেতে মধুর হাসি

আমি ঐরূপ ভালোবাসি

লোকে করে দ্বেষাদ্বেষী

গৌর বলে যাই চলে ॥


একা কভূ নয় গৌরাঙ্গ

নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ

এমনই তার অঙ্গ গন্ধ

লালন কয় জগত মাতালে ॥

Previous
Next Post »