জননী আমার তুমি পৃথিবী আমার

জননী আমার তুমি পৃথিবী আমার

Janoni Amar Tumi Prithibi Amar

ছায়াছবি: মা আমার মা

কথা: গৌতম সুস্মিত

সঙ্গীত: অশোক রাজ

শিল্পী: জাভেদ আলি

জননী আমার তুমি পৃথিবী আমার

ও জননী আমার তুমি পৃথিবী আমার

তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই

হাজার বছর পরে যদি আমি আসি ফিরে

তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাঁই

ও মা,ও মা,ও মা।

[দশ মাস দশ দিন গর্ভে ধরে,

দেখালে জগত আলো ভুলি কি করে (ও)]-২

জীবনে চলার পথে,সুখে দুঃখে দিনে-রাতে

আমি যেন তোমাকে ভুলে না যাই

ও মা,ও মা,ও মা।

[মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা

মাতৃহারাই শুধু জানে সে কথা]-২

তোমারই কোলের পরে

মাথা রেখে বারে বারে

জীবনে সব পাওয়া আমি যেন পাই

ও মা,ও মা,ও মা।

জননী আমার তুমি পৃথিবী আমার

ও জননী আমার তুমি পৃথিবী আমার

তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই

হাজার বছর পরে যদি আমি আসি ফিরে

তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাঁই

ও মা,ও মা,ও মা

ও মা,ও মা,ও মা

ও মা,ও মা,ও মা।

Previous
Next Post »