একবার কৃষ্ণ বলে বাহু তুলে,
নাচ রে মন পথে পথে।।
মনের জ্বালা দূরে যাবে,
কৃষ্ণ প্রেম উদয় হবে।।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে
নাচ রে মন পথে পথে।
বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে,
প্রান ভরে ডাকো তারে তারে।।
তোরা আয় আয় আয় আয়,
আয় আমার ভাই,
তোরা চল চল চল,
চল বৃন্দাবনে যাই।।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে,
নাচ রে মন পথে পথে।
নয়নে হেরহ সদাই কৃষ্ণ কৃষ্ণ,
মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ।।
তোরা আয় আয় আয় আয়,
আয় আমার ভাই,
তোরা চল চল চল,
চল বৃন্দাবনে যাই।।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে,
নাচ রে মন পথে পথে।
ছাড়রে এই ভবের আশা আশা,
নামেতে কর রে নেশা নেশা।।
তোরা আয় আয় আয় আয়,
আয় আমার ভাই,
তোরা চল চল চল,
চল বৃন্দাবনে যাই।।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে
নাচ রে মন পথে পথে।
মনের জ্বালা দূরে যাবে,
কৃষ্ণ প্রেম উদয় হবে।।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে,
নাচ রে মন পথে পথে।।।