বল গো সজনী আমার কেমন সেই গৌর গুণমণি

বল গো সজনী আমার কেমন সেই গৌর গুণমণি।

জগৎ-জনার মন রূপে করে পাগলিনী।।


একবার যদি দেখতাম তারে

রাখতাম সে রূপ হৃদয়পুরে

রোগ-শোক সব যেত দূরে

শীতল হত মহাপ্রাণী।।


মন-মোহিনীর মনহরা

দেখি নি কোথা সে গোরা

আমায় লয়ে চল গো তোরা

দেখে শীতল হই ধনি।।


নদেবাসীর ভাগ্য ছিল

গৌর হেরে মুক্তি পেল

অধীন লালন ফেরে

না পেয়ে চরণ দু’খানি।। 

Previous
Next Post »