হেলায় হেলায় দিন বয়ে যায়

হেলায় হেলায় দিন বয়ে যায় !!

হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিলো কালে...

আর কি হবে এমন জনম, বসব সাধু মিলে !!

আমি বসব সাধু মিলে !


কত শত লক্ষ যনি, ভ্রমন করেছো জানি,

মানব কুলে মন রে তুমি !!

মানব কুলে মন রে তুমি, এসে কি করিলে...

আর কি হবে মানব জনম, বসব সাধু মিলে !!

আমি বসব সাধু মিলে !


মানব জনমের আশায়, কত দেব দেবতা বাঞ্চিত হয় !!

হেনো জনম দিন দয়াময়, দিয়েছো কোন ফলে...

আর কি হবে এমন জনম, বসব সাধু মিলে !!

আমি বসব সাধু মিলে !


ভুলো না রে মন রসনা, সমঝে করো বেচা কেনা !!

লালন

লালন বলে কুল পাবে না !!

লালন বলে কুল পাবা না,  এবার টপকে গেলে...

আর কি হবে এমন জনম, বসব সাধু মিলে !!

আমি বসব সাধু মিলে !

আমি বসব সাধু মিলে !  

Previous
Next Post »