ওগো দেবতা ব্যথা হারি মন
থাকিওনা আর ভুলিয়া..
আশার বানী কহ,আপন হাতে দাও,
দেওলি দুয়ার খুলিয়া...
থাকিওনা আর ভুলিয়া।
ওগো দেবতা ব্যথা হারি মন
থাকিওনা আর ভুলিয়া..
কাদিছে বিশ্ব তোমারই কারন,
তুমি বিনা অশ্রু কে করে বারন!
তরুন বরুন করুন শ্যামো...
শ্রী করে লও তুলিয়া..
থাকিওনা আর ভুলিয়া.
সন্ধ্যা আঁধার এসেছে নেমে..
পারের কান্ডারি তুমি,অকুল নীড়ে..
পাগল বিজয় বলে দাড়ায়ে তীরে.
তোমার তরিতে লও তুলিয়া....
থাকিওনা আর ভুলিয়া...
ওগো দেবতা ব্যথা হারি মন..
থাকিওনা আর ভুলিয়া..
আশার বানী কহ,আপন হাতে দাও,
দেওলি দুয়ার খুলিয়া...
থাকিওনা আর ভুলিয়া।