অযতনে ডুবলো ভাড়া

অযতনে ডুবলো ভাড়া

ত্বড়াও গুরু নিজগুনে।

আর আমার কেউ নাই

গুরু তুমি বিনে।।

সাধের একখান তরী ছিল

অযতনে বিনাসিল

বান সকল ছাড়িয়া গেল

জল চুয়ায় নিশি দিনে।।

সময়ে গাব দিতাম যদি

বাইতাম ত্বরী জন্মাবধী

আমার এ দেহ ত্বরী

আদরিত মহাজনে।।

ষোলাআনা বোঝাই করে

পাঠাইলেন সাই ঠক বাজারে

ব্যাপার সব চোরে চোরে

সিরাজ সাই কয় অবোধ লালন

রংপুরের দোকান খুললি কেনে।।

Previous
Next Post »