আমি হরিনামে পাগল হবো

[নদীয়ার পথে পথে,হরিনাম নিয়ে মুখে

চলো মন গৌড় দেশে যাবো]-২

আমি হরিনামে পাগল হবো

আমি কৃষ্ণ নামে পাগল হবো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।


[এই হরিনামে পাগল রানী মীরাবাঈ

এই হরিনামে পাগল গৌরাঙ্গ গোঁসাই]-২

[বোঝাব আমি কাকে,হরিনাম যাবে সাথে]-২

যেদিন শ্মশান ঘাটে যাবো

আমি হরিনামে পাগল হবো

আমি কৃষ্ণ নামে পাগল হবো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।


[কৃষ্ণেন্দু কেঁদে পাগল হরি হরি বলে

গানের সুরে কলির জীবে হরি কথা বলে]-২

[মুখে করো হরিনাম,মনে হবে তীর্থধাম]-২

কয়দিন পৃথিবীতে রবো

আমি হরিনামে পাগল হবো

আমি কৃষ্ণ নামে পাগল হবো

[নদীয়ার পথে পথে,হরিনাম নিয়ে মুখে

চলো মন গৌড় দেশে যাবো]-২

আমি হরিনামে পাগল হবো

আমি কৃষ্ণ নামে পাগল হবো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। 

Previous
Next Post »